বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : সাতক্ষীরা কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী ডিএমসি ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২০ আগস্ট বিকাল ৫ টায় ডিএমসি ক্লাব চত্বরে ডিএমসি ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করান ক্লাবের প্রধান উপদেষ্টা উপজেলা কমান্ডার ও কালিগঞ্জ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা শেখ আব্দুল হাই, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শেখ জিন্নাত আলী, উপদেষ্টা মোঃ রেজাউল হক ডাবলু, উপদেষ্টা মোঃ আবু হাসান রাজ, সমাজসেবক মোঃ নাজিম উদ্দিন গাজী, মোঃ রুহুল আমিন গাজী, আব্দুল গনি, অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা জি এম মামুন হাসান, সদস্য গন ও এলাকার সুধীজন। শপথ গ্রহণ করেন ক্লাবের সভাপতি বাবলা আহমেদ, সহ-সভাপতি মোঃ রেজাউল হক, সহ-সভাপতি শেখ আব্দুল্লাহ আল ইমরান, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সহ-সম্পাদক মোঃ মাসুম হাসান, কোষাধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মোঃ শোকর আলী, সহ-সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক হাবিব উল্ল্যাহ, ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুস সালাম, সহ-ক্রীড়া সম্পাদক শাহিন আলম, প্রচার সম্পাদক জাহিদ হাসান, সদস্য মীর সুলতান মাহমুদ, সদস্য প্রসেনজিৎ ঘোষ, সদস্য মোঃ আব্দুল আলিম, সদস্য মোঃ শহিদুল ইসলাম।