কালিগঞ্জ ব্যুরো : জনকল্যাণ সংস্থা আয়োজনে ও গেøাবাল প্লাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় সরকারি সেবায় সুপেয় পানি নিশ্চিতকরণের সামাজিক আন্দোলনের লক্ষ্যে সোমবার ২১ই আগস্ট সকাল সাড়ে ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাব অডিটোরিয়ামে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শাহিদা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ-সভাপতি বাবলা আহমেদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, দৈনিক দৃষ্টিপাতের উপজেলা ব্যুরো প্রধান ডা: শরিফুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শেখ মোদাচ্ছেদ হোসেন জান্টু, জনকল্যাণ সংস্থার প্রধান সমন্বয়ক ও সহ সভাপতি মোঃ মারুফ হাসান। জনকল্যাণ সংস্থার মিডিয়া কমিউনিকেশন এন্ড পাবলিকেশন বিভাগে প্রধান সমন্বয় শেখ শোয়েব আহম্মেদ, কার্যনির্বাহী সদস্য মোঃ শামীমুল ইসলাম সজীব, আসিফ রহমান রানা, বিল্লাল হোসেন প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে আলোচকরা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ২৬ এ বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন থাকলে বা করা হলে সে আইন আপনা আপনি বাতিল বলে গণ্য হবে। সংবিধানের ৭ অনুচ্ছেদের (ক)বলা হয়েছে। রাষ্ট্রের মালিক জনগণ এবং বাংলাদেশের পানি আইন ২০১৩ এর ৩ ধারায় বলা হয়েছে রাষ্ট্রের সীমানভ‚ক্ত পানির সকল অধিকার জনগণের তবে জনগণের পক্ষে রাষ্ট্রের উপর অর্পিত দায়িত্ব থাকবে। এছাড়া বাংলাদেশের পানি আইন ২০১৩ ধারা ৩ উপধারা ২ বলা হয়েছে, সুপেয় পানি এবং ব্যবহারযোগ্য পানির অধিকার সার্বিক অধিকার হিসেবে বিবেচিত হবে সুপেয় পানি প্রাপ্তির অধিকার কে কখনো ছোট করে বা খাটো করে দেখা যাবে না।
মিডিয়া কমিউনিকেশন এন্ড পাবলিকেশন বিভাগের প্রধান সমন্বয় বলেন, পানি অধিকার এবং বন্টন ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পানির সুষম বন্টন উন্নয়ন ও ব্যবহারের লক্ষ্যে সকল অধিকার সংরক্ষণ করে এবং পানির মালিকানাধীন জনগণের পক্ষে রাষ্ট্রের হাতে অর্পিত থাকবে। কোন ব্যক্তি মালিকানাধীন কোম্পানির হাতে নয়। পানি আমাদের ন্যায্য অধিকার সকলের জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা সরকারের দায়িত্ব।