কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সোমবার ২১ আগস্ট বিকাল ৫টায় সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের সামনে ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় বর্বোরোচিত গ্রেনেড হামলায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় ও নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ মোঃ আনিছুজ্জামান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক (এমপি)।
এ সময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদিকা লায়লা পারভীন সেঁজুতি, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাঈদ মেহেদী। আরো উপস্থিত ছিলেন, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আবুল হোসেন পাড়, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, নলতা এ.এম.আর কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ সহ জেলা ও উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধা।
শত শত প্রতিবাদি জনতার উদ্দেশ্যে প্রধান অতিথি অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক (এম.পি) বলেন, “২০০৪ সালের ২১ আগস্ট ঘৃণিত গ্রেনেড হামলায় আহত ও নিহত সকলের প্রতি শ্রদ্ধা, নিশ্চয় এর সাথে জড়িত সকল অপরাধীদের শাস্তি ভোগ করতে হবে।” তিনি আরো জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে”