ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বীর নিবাসের প্রতীকী হস্তান্তর করা হয়েছে। সোমবার ২১ আগস্ট বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলার ০৫ নং কুশুলিয়া ইউনিয়নের ভদ্রখালি এলাকায় অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের কাছে বীর নিবাস এর প্রতিকী চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা ও জেলা পরিষদের সদস্য ফিরোজ কবির কাজল।
এ সময় অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খান মোঃ মিরাজ হোসেন, ইঞ্জিনিয়ার ওসমান গনি, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, খান আছানুর রহমান, ঠিকাদার শেখ সাদেকুর রহমান, শেখ আজমল হোসেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান জানান, অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় এবারের ধাপে কালিগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মোঃ মহিউদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মোড়ল সহ ১৪টি বীর নিবাস নির্মাণ করে চাবি হস্তান্তর করা হয়েছে।
একতলা বিশিষ্ট বীর নিবাসের ভবনে দুইটি বেডরুম, একটি রান্নাঘর, ডাইনিং ও ড্রয়িং স্পেস এবং একটি ওয়াশরুম রয়েছে । এখানে পানি ও বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি বীর নিবাস নির্মাণে ব্যয় চুক্তি মূল্য হয়েছে ১৩ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা।