বিলাল হোসেন : শ্যামনগরে কারিতাস খুলনা অঞ্চলের সিআইএমএমএস প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার প্রতিরোধ ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক দুই দিন ব্যাপি গ্রাম্য মেলা-২০২৩ উদ্বোধন করা হয়। (২২ আগস্ট) মঙ্গলবার সকাল ১০টায় কারিতাস খুলনা অঞ্চলের অধিনে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার মাঠে কারিতাস খুলনা অঞ্চলের বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলের জলবায়ু প্ররোচিত অভিবাসন ও আধুনিক দাসত্ব (সিআইএমএমএস) প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার প্রতিরোধ ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক দুই দিন ব্যাপি গ্রাম্য মেলা শুরু হয়।
নিরাপদ অভিবাসন, মানব পাচার রোধ ও কর্মসংস্থান বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো: আক্তার হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসার মো: নাজমুল হুদা, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ সহ বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ ও রমজাননগর ইউনিয়ন পরিষদের ইউপি পরিষদবৃন্দ। মো: আক্তর হোসেন বলেন যে মানব পাচার প্রতিরোধ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমাদের যুব-ভাই/বোনদেরকে জীবনমুখী শিক্ষায় এগিয়ে আসতে হবে এছাড়াও তিনি বলেন যে বিদেশ যাওয়ার ক্ষেত্রে আমাদের নিরাপদ অভিবাসন ধাপ গুলো অবশ্যই অনুসরন করতে হবে, আমাদের দক্ষ হয়ে বিদেশে যেতে হবে, আর এর জন্য কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। জেনে, বুঝে, নিশ্চিত হয়ে বিদেশ যাওয়ার জন্য তিনি সবার প্রতি আহবান জানান।
তিনি কারিতাস খুলনা অঞ্চলকে ধন্যবাদ জানান এমন একটি মেলা আয়োজন করবার জন্য এবং তিনি মেলার সফলতা কামনা করেন। উদ্বোধনী পর্ব শেষে অতিথিবৃন্দ একত্রিত ভাবে মেলার স্টল পরিদর্শন করেন। বিকালে কারিতাস খুলনা অঞ্চলের সিআইএমএমএস প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার প্রতিরোধ ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার প্রথম দিনের কর্মসূচী শেষ হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মি: এন্ড্রিকো মন্ডল, প্রকল্পের প্রকল্প কর্মকর্তা (সিআইএমএমএস) প্রকল্প কারিতাস শ্যামনগর এবং সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিয়ন ডেভলপমেন্ট কর্মীগন (মো: শরিফুল ইসলাম, রমজাননগর ইউনিয়ন, মি: সুজন সেন, বুড়িগোয়ালিনি ইউনিয়ন ও মিসেস নেল্লা সরকার মুন্সিগঞ্জ ইউনিয়ন)।