ফজলুল হক, প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাজারগ্রামে ৩৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সুপেয় পানির প্লান্টের ভিত্তি প্রস্তর’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে কুশুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ উপলক্ষে প্লান্টের পাশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলার ৫নং কুশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ্’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।
তিনি বলেন, বর্তমান সরকার দেশের যে উন্নয়ন করেছে তা ইতিহাসে নজীরবিহীন। দেশের এ উন্নয়ন কেউই অস্বীকার করতে পারবে না। বাংলাদেশে বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, সামাজিক নিরাপত্তাসহ সকল ক্ষেত্রে সরাকারি সফলতার সুবিধা জনগণ ভোগ করছে। উন্নয়নের এ ধারা বজায় রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে বলে জানান তিনি।
কালিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবির, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য ফজলুল হক, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাহফিল অরা সজল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন্নাহার, ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবু মুসা সরদার সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য আকলিমা পারভীন মিতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।