নিজস্ব প্রতিনিধি : কলারোয়ার তুলসীডাঙ্গায় ইউরেকা ফিলিংষ্টেশন সংলগ্ন মা আমেনা নামের একটি গণ কবরস্থান উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ৯টায় মা আমেনা নামের গণ কবরস্থানটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা জেলা পরিষদে বাব বার নির্বাচিত সদস্য, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও ইউরেকা জামে মসজিদ কমপ্লেক্সের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শেখ আমজাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন কলারোয়া পৌর সভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলেিগর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, জমি দাতা মাস্টার মীর মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শেখ তোজাম্মেল হোসেন মানিক, ইউরেকা জামে মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কবি সোবহান আমীন, ইমাম হাফেজ তরিকুল ইসলাম,আসাদুজ্জামান আসাদ, কাজী মিজানুর রহমান, ওমর আলী প্রমুখ।