বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : সাতক্ষীরার কালিগঞ্জের যমুনা নদী হতে মানুষের অর্ধ গলিত কাটা পা উদ্ধার করেছে কালিগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে পাও খালি ব্রিজের দক্ষিণ পাশে হাজামপাড়া ব্রিজ সংলগ্ন চর যমুনার আবুল হোসেন গাজীর বাড়ির পূর্ব পাশে নদী হতে এ কাটা পা উদ্ধার করে পুলিশ। স্বরে জমিনে গেলে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান এ প্রতিনিধিকে বলেন ৯৯৯এর মাধ্যমে সংবাদ পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন। এখনো কার পা তা সনাক্ত করা সম্ভব হয়নি এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলবে।