সকাল ডেস্ক : ২৫ আগস্ট রাতে র্যাব-৬, সিপিসি- ৩, যশোর র্যাব ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার অভয়নগর থানার মহাকাল এলাকা চেঙ্গুটিয়া বাজারে একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আঃ গফুর গাজী (৩৬), পিতা- মোঃ রুহুল আমিন গাজী, সাং- ৩০ নং কাপাসহাটি, ভাঙ্গাগেট, থানা- অভয়নগর, জেলা-যশোর’কে গ্রেফতার করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১৮৫ পিছ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।