দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ওয়ারেন্টমূলে আজমত আলী মোল্যা (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার পারুলিয়া ইউনিয়নের নাজিরের ঘের এলাকার মৃত হাফিজ উদ্দীনের ছেলে। বৃহস্পতিবার ভোররাতে অভিযান চালিয়ে দেবহাটা থানার এএসআই জাহিদুর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। তিনি সিআর- ১৮৫২ এবং পি- ২৭১/২২ মামলায় ওয়ারেন্টভুক্ত ছিলেন। গ্রেপ্তার পরবর্তী বিচারার্থে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার।