গতকাল বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর আর্থিক সহযোগীতায়, নব জীবন, পলাশপোল, সাতক্ষীরা কর্তৃক বাস্তবায়নাধীন সাতক্ষীরা সদর উপজেলার সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়র্ডের বাটকেখালী-ঋষি পাড়া গ্রামের সুবিধা বঞ্চিত অসহায় মানুষদের মাঝে স্বাস্থ্য সম্মত সেমিপাকা ল্যাট্রিন বিতরণ কর্মসূচির আওতায় স্বাস্থ্য ও স্যনিটেশন বিষয়ক এক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ০২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি তার বক্তব্যে বলেন- দরিদ্রতার অভিশাপ থেকে দেশকে মুক্ত করার জন্য মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা প্রয়োজন। আর এই মৌলিক অধিকার বাস্তবায়নের অংশ হিসাবে স্বাস্থ্য ও স্যানিটেশন সেবা বাস্তবায়নের জন্য বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর আর্থিক সহযোগীতায় নব জীবন সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ডের বাটকেখালী অঞ্চলে পিছিয়ে পড়া মানুষের জন্য ১৬টি পরিবারের মধ্যে স্বাস্থ্য সম্মত সেমিপাকা ল্যাট্রিন স্থাপন সংক্রান্ত কর্মসূচি গ্রহন করেছে, এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে।
এ ধরণের কর্মসূচি আরো গ্রহণ করতে হবে ও দেশকে এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যহত রাখতে হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রোটারীয়ান নাজনীন আরা নাজু, রোটারী ক্লাব সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়র্ডের কাউন্সিলার শেখ আনোয়ার হোসেন মিলন । উক্ত অনুষ্ঠানে “স্বাস্থ্য ও স্যনিটেশন” বিষয়ের উপর বিস্তারিত আলোচনা রাখেন নব জীবনের নির্বাহী পরিচালক ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খান। প্রেস বিজ্ঞপ্তি