নিজস্ব প্রতিনিধি : শোকের মাস আগস্ট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের সভাপতি একে ফজলুল হকের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ইঞ্জি. শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু আহম্মেদ, শেখ সাহিদ উদ্দিন, শহিদুল ইসলাম, শাহিদা হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আ হ ম তারেক উদ্দীন, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, শিক্ষা মানবসম্পদ উন্নয়ন সম্পাদক লাইলা পারভীন সেজুতি, শিল্প বানিজ্য সম্পাদক এজাজ আহম্মেদ স্বপন, আইন সম্পাদক ওসমান গণি, কৃষক লীগের সভাপতি মাহফুজা রুবি, সাধারণ সম্পাদক শামসুজ্জামান জুয়েল, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক সুমন হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আগস্ট শোকের মাস এইমাসে বঙ্গবন্ধুসহ স্বপরিবারে সকল কে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। দেশকে পিছিয়ে নিয়ে যায় আজ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু ওই পাকিস্তানের পেতাত্তারা আজ দেশকে পিছিয়ে নিয়ে যেতে ষড়যন্ত্র করে চলেছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল অপশক্তি রুখে দিয়ে নৌকা কে বিজয়ী করে শেখ হাসিনা কে আবার ক্ষমতায় বসাতে হবে।