আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ী সহ তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। থানার নবাগত অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী এর নেতৃত্বে শনিবার দিবাগত রাতে এসআই মোঃ মুহিতুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১৫০ গ্রাম গাঁজা সহ আসামী পাইথালী গ্রামের মোঃ সিরাজ সানার ছেলে মোঃ সাকিব সানাকে তার এলাকা থেকে গাঁজা বিক্রয়ের সময় হাতেনাতে আটক করেন।
এ সংক্রান্তে থানায় ৩৪(০৮)২৩ নং মামলা রুজু করা হয়েছে। অপরদিকে বুধহাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সিহাবুল ইসলাম, এসআই ইমরান হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় জিআর গ্রেফতারী পরোয়ানা- ২৫৭/২২ এর আসামী কুল্যা গ্রামের মোঃ নুর ইসলামের ছেলে মোঃ আতাউর রহমান ও এস সি পরোয়ানা-৫৫১/২০ নং এর আসামী কাটাখালী গ্রামার মোঃ আনিছুর রহমান সানার ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ বুলবুল আহম্মেদ (বুলি)কে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।