কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় ভীমরুলের কামড়ে মজিদ সরদার (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ শে আগস্ট) বিকালের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি হলেন উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালী গ্রামের মৃত বাহার আলীর বড় ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: শফিকুল ইসলাম বলেন, শনিবার দুপুরে বাড়ির পাশে বাশ ঝাড়ের ঝোপ থেকে অসংখ্যা ভীমরুল কামড় দেয় ওই বৃদ্ধকে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকালের দিকে তার মৃত্যু হয়। তিনি আরো জানান তার শরীরে ৮০-৯০টি হুলের চিহ্ন দেখা গেছে।