নিজস্ব প্রতিনিধি : বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা তৈরিতে সভা করেছে সাতক্ষীরা সদর থানার পুলিশ। রবিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে সাতক্ষীরা সদর থানার পুলিশ ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে ওই সভায় করে শিক্ষার্থীদের বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছে।
সচেতনতামূলক এই সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর থানার অধীন ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির এএসআই জয়নাল আবেদিন। তিনি বাল্যবিবাহ, মাদক, চোরাচালান ও ইভটিজিং বিরুদ্ধে সাতক্ষীরা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর থানার অফিসার ইনচার্জ ও ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ধুলিহর-ব্রহ্মরাজপুর ও ফিংড়ি এলাকায় কোন মাদকের আস্তানা থাকবে না। ইভটিজারদের কঠোর হস্তে দমন করা হবে। বাল্যবিবাহ সামাজিক ব্যাধি।
এ ব্যাধিকে নির্মূল করতে সবার আগে অভিভাবকদের সচেতন হতে হবে। মোবাইল ফোনের অপব্যবহার করা যাবে না। শিক্ষার্থীদের মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারে ইতিবাচক ভ‚মিকা রাখতে হবে। স্কুলে ঝরেপড়া রোধে নিয়মিত স্কুলে আসতে হবে। বাল্যবিবাহ ও মাদককে চিরতরে ‘না বলতে’ হবে। ভবিষ্যতের স্বপ্নে নিজকে রাঙিয়ে তুলতে হবে। তবেই আমরা পাবো একটি সুন্দর আগামী। এজন্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেকোন অপরাধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান তিনি।
ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম, নজিবুল ইসলাম, হাফিজুল ইসলাম, কনক ঘোষ, দেবব্রত ঘোষ, খালেদা খাতুন, গীতা রানী সাহা, অরুন কুমার মন্ডল, অভিভাবক সদস্য মোশারাফ হোসেন, অভিভাবক কল্পনা দাস, রোজিনা খাতুন, রহিমা খাতুন, রাবেয়া খাতুন, সালেহা খাতুন, সদাই মন্ডল, নিমাই মন্ডল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম।