শিমুল পাল, বুধহাটা প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় পানি বন্দী হয়ে পড়েছে কয়েকটি এলাকার সাধারণ মানুষ। সম্প্রতি অতি বৃষ্টির ফলে খাল-বিলসহ বসত বাড়ীর আঙ্গিনা বৃষ্টির পানিতে টুইটুম্বর হয়ে পড়েছে। সরেজমিন গিয়ে দেখা গেছে বুধহাটা গ্রামের পূর্বপাড়ার কওমী মাদ্রাসা এলাকার প্রায় অর্ধশত পরিবার পানি বন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে। একই সাথে বুধহাটা পশ্চিম পাড়ার প্রায় একশত পরিবার, বুধহাটা ঋষি পাড়া ও খৃষ্টান পাড়ার প্রায় ৩০টি পরিবার পানি বন্দী হয়ে পড়েছে।
বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় বদ্ধ পানি দূষিত হয়ে পানি বাহিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে শুরু করে পরিবারের অন্যান্য সদস্যরা। বুধহাটা পূর্ব পাড়ার একাধিক বাসিন্দা এ প্রতিবেদককে বলেন, পানি নিষ্কাশন না হওয়ায় আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আমাদের ব্যবহৃত বাথরুম পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। ফলে পানি বাহিত রোগে আক্রান্ত হচ্ছে অনেকেই। বুধহাটা পশ্চিম পাড়ার আব্দুল আজিজ জানান, অতি বৃষ্টির ফলে বাড়ীঘর জলমগ্ন হয়ে পড়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা করা না হলে যে কোন মুহুর্তে তার বসতঘর সহ আশে পাশের কয়েকটি বাড়ীঘর ঢসে পড়তে পারে।
বুধহাটা ঋষি পাড়া ও খৃষ্টান পাড়ার একাধিক ব্যক্তি এ প্রতিবেদককে বলেন গত কয়েক দিন ধরে আমরা পানি বন্দি হয়ে আছি। ছোট বড় সাপ সহ বিভিন্ন পোকা মকড় বাড়ী ঘরে প্রবেশ করছে। রাতে পোকা কামড়ের ভয়ে ঘুমাতে পারি না। অতি দ্রæত পানি নিষ্কাশনের জন্য জোর দাবী জানান তারা।
এবিষয়ে জানতে চাইলে বুধহাটা ইউপি সদস্য ফিরোজ আহমেদ জানান, এসকল এলাকা পরিদর্শন করা হয়েছে। সাধারণ মানুষকে পানি বন্দীর হাত থেকে মুক্ত করতে সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছি। নদীতে পানি নিষ্কাশন কম হওয়ায় কাজে একটু ধীরগতি হচ্ছে। তবে অতিদ্রতই লোকালয়ের পানি নদীতে নিষ্কাশন করা হবে।