নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দেখতে গেলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।
অসুস্থ হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, আগরদাড়ি ইউনিয়নের কৃষকলীগ নেতা আব্দুল বারির মাতা ও মাছখোলার আক্তারের মাতা সহ কয়েকজন কে দেখতে শনিবার সন্ধা সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে যান জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।
এসময় তিনি সকল অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং সুস্থতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান জুয়েল, পৌর কৃষকলীগ নেতা শাহ আনারুল ইসলাম প্রমুখ।