অহিদুজ্জামান খান : সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের কাটিয়া গদাইবিলের এক গ্রামের শত শত মানুষের যোগাযোগের একমাত্র কাঁচা রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। এক পশলা বৃষ্টি হলেই কর্দমাক্ত হয়ে পড়ায় চলার অনুপযোগী হয়ে পড়ে। যা দেখার কেউ নেই। জানা গেছে, সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের গদাইবিল গ্রামে শত শত পরিবার বাস করে। শুকনো মৌসুমে তাদের যাতায়াতের জন্য একমাত্র রাস্তা এটি।
এই কাচা রাস্তাটির প্রধান যানবাহন হচ্ছে ভ্যান, রিকশা, মটরসাইকেল, বাইসাইকেল। এই রাস্তার বর্তমানে বেহাল অবস্থার কারণে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। ফলে হাজার মানুষের ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। জরুরি কোনো রোগীকে উন্নত চিকিৎসার হাসপাতালে নিতে চাইলে দেড়-দুই কিলোমিটার রাস্তা হেটে আসতে হবে যা সেই রোগীর জন্য অসম্ভব।
এমনকি যথাসময়ে রোগীকে হাসপাতালে নিতে না পারলে মৃত্যু পর্যন্ত হতে পারে। গদাইবিল এলাকার বাসিন্দা রাহুল হোসেন বলেন, বর্ষা মৌসুমে এই রাস্তাটি পানিতে তলিয়ে যায় আর শুকনো মৌসুমে এই রাস্তা দিয়ে আমরা হেঁটে কিংবা রিকশায় যাতায়াত করি। একটু বৃষ্টি হলেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে চলার অনুপযোগী হয়ে পরে। আমরা বর্তমান উন্নয়ন বান্ধব সরকারের কাছে আবেদন জানাই অতি দ্রæত রাস্তাটি সংস্কার করা হোক। গদাইবিল এলাকার আরেক বাসিন্দা আবু হাসান জানান, শুকনো মৌসুমে আমাদের চলাচল করতে কোন সমস্যা হয় না তবে বৃষ্টি নামলেই কর্দমাক্ত হয়ে চলাচলে অসুবিধা হয় দেড়-দুই কিলোমিটার রাস্তা হেটে যাতায়ত করতে হয়। রাস্তাটি দ্রæত সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।