সোমবার , ২৮ আগস্ট ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

কুলিয়ায় আদালতের আদেশ অমান্য করে ঘর সংষ্কারের কাজে বাঁধা

প্রতিবেদক
satkhirar sakal
আগস্ট ২৮, ২০২৩ ১১:৩৯ অপরাহ্ণ

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার কুলিয়ায় আদালতের আদেশ অমান্য করে ঘর সংষ্কারের কাজে বাঁধা ও ঘর ভাঙচুর সহ মারধর করে ঘর মালিক আবুল কাশেম (৬৫)কে আহত করে। তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৮ আগস্ট সকাল ৮টায় দক্ষিন কুলিয়া গ্রামে।

বিজ্ঞ আদালতে করা মামলা সুত্রে জানা যায়, কুলিয়া মৌজার এস.এ-৯০২ নং খতিয়ানের সাবেক ৯৫১দাগের .০৯ একর জমাজমিকে কেন্দ্র করে দক্ষিন কুলিয়া গ্রামের এলাহি বক্স গাজীর ছেলে জামালউদ্দীন (৬৫) বাদী হয়ে একই গ্রামের খোরশেদ আলমের ছেলে হামিদুল ইসলাম ও মৃত বদরউদ্দীন গাজীর ছেলে আবুল কাশেম গাজীকে বিবাদী করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত, সাতক্ষীরায় মামলা দায়ের করে। মামলা নং-পি-১৪২৭/২৩(দেবঃ) ধারা-১৪৫ ফৌঃ কাঃ বিঃ তারিখ ০২-০৭-২০২৩ইং।

১ম পক্ষ নালিশি এস,এ- ৯০২ নং খতিয়ানের সাবেক ৯৫১ দাগের .০৯ একর ভূমির মধ্যে মোট সোয়া ৪ শতক জমি প্রাপ্ত হইয়া ভোগ দখলে আছে। গত ০২-০৭-২০২৩ তারিখ সকাল আনুঃ ৮টায় ২য় পক্ষ বেআইনি ভাবে দলবদ্ধ হয়ে নালিশি ভূমিতে প্রবেশের চেষ্টা করে। বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থে বর্ণিত ধারার অপরাধে আমলে নিয়ে সকল ২য় পক্ষগণ যাতে নালিশি তপশীল ভূমিতে জোর পূর্বক প্রবেশ করতে না পারেন এবং ১ম পক্ষের শান্তিপূর্ন ভোগ দখলে কোন প্রকার বিঘ¥ সৃষ্টি করতে না পারেন এই মর্মে একটি লিখিত মামলা দায়ের করেন।

উক্ত ভূমিতে আবুল কাশেম গাজীর বসত ঘর থাকার কারনে ঘর সংষ্কারের জন্য বাদীর মামলাটি পুটআপ দিয়ে বিজ্ঞ আদালতে ঘর সংষ্কারের আবেদন করলে উভয় পক্ষকে বিজ্ঞ আদালত নোটিশ প্রদান করেন। যার মামলা নং পি-১৮২৭/২৩ (দেবঃ) স্মারক নং-৩৬৩৫, ২৪/০৮/২০২৩ইং তারিখে ফৌঃ কাঃ বিঃ, ১৪৫ ধারা, আদেশ নং-০৪, আদালতের নোটিশে বলা হয়েছে বিজ্ঞ আদালতের নির্দেশ প্রাপ্ত হয়ে উভয় পক্ষকে জানানো যাচ্ছে যে, বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক ২য় পক্ষ উক্ত নালিশি সম্পত্তিতে তাদের ঘর সংষ্কার করতে পারিবে।

বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে কোন পক্ষ ২য় পক্ষের ঘর সংষ্কার কাজে বাঁধা প্রদান সহ শান্তি শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এই আদেশটি দেবহাটা থানা অফিসার ইনচার্জ বাবুল আক্তারের কাছে আসলে ২৭/০৮/২০২৩ তারিখে দেবহাটা থানার এ এস আই (নিঃ) শামীম হোসেনের দায়িত্ব দিলে তিনি সরজমিনে উভয় পক্ষকে নোটিশ প্রদান করেন। ২য় পক্ষ আবুল কাশেম গাজী তার ঘর সংষ্কারের জন্য বিজ্ঞ আদালত নির্দেশ দিলে সেই মোতাবেক তিনি গত ২৮/০৮/২০২৩ তারিখ সকালে রাজমিস্ত্রি দ্বারা তার ঘর সংষ্কার করতে থাকলে ১ম পক্ষ জামালউদ্দীন গাজী সহ তার লোকজন উক্ত ঘর সংষ্কারের কাজে বাঁধা প্রদান ও ঘর ভাঙচুর করে। এবং আবুল কাশেম গাজীকে মারপিট করে জখম করে। তিনি বর্তমানে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এব্যাপারে তিনি উর্দ্ধতম কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় বাল্য বিয়ে বন্ধ ও কনের পিতা কে জরিমানা

খুলনার বিভাগীয় কমিশনার প্রধান ঈদ জামাত সম্পর্কে গণাধ্যমকর্মীদের অবহিত করেন

জামিনে মুক্তি পেলেন কলারোয়ার সাবেক পৌর মেয়র আক্তারুল ইসলাম

তালায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক নজরুল ইসলামের পথসভা

কালিগঞ্জের নলতায় সেলিমউল্লাহ’র সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

দেবহাটায় চিকিৎসা সেবা নিশ্চিতে দাতব্য চিকিৎসালয় উদ্বোধন

আশাশুনিতে লবণাক্ত এলাকায় তরমুজ চাষে সফলতা

দেবহাটা থানা পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

শহীদ মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দিনের পথেই লড়ছেন কন্যা লায়লা পারভীন সেঁজুতি

সহকর্মীর অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী