শেখ সিদ্দিকুর রহমান: জেলা সাংস্কৃতিক পরিষদ আবারও চাঙ্গা হয়ে উঠেছে। বেশ কযেক বছর ধরে সাংস্কৃতিক পরিষদের কার্যক্রম ছিল বন্ধ। একদিকে কমিটি না থাকায়, অন্যদিকে জেলা সাংস্কৃতিক ভবনের দোতলার ছাদ ও ঘরের অবকাঠামো ছিল নষ্ট। কয়েক মাস আগে নতুন কমিটি গঠিত হয়। জেলা প্রশাসক পদাধিকারবলে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন নাছিম ফারুক খান মিঠু।
ভবনটি সাধারণ সম্পাদক দ্রæত সুন্দর করে সংস্কার করান সেখানে সাংস্কৃতিক কর্মীদের বসার ব্যবস্থা সংগীত চর্চার সুযোগ সৃষ্টি করেন। রবিবার রাতে নাছিম ফারুক খান মিঠু, শেখ মোসফিকুর রহমান মিল্টন, বরেণ্য সঙ্গীত শিল্পী আবু আফফান রোজবাবু, ইঞ্জি. কবীর উদ্দীন আহমেদ, উদীচী, সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, নবধারার পরিচালক কামরুল ইসলাম, সংস্কৃতি কর্মী আব্দুস সালামসহ অনেকে উপস্থিত ছিলেন।