কালিগঞ্জ ব্যুরো : সাতক্ষীরা কালিগঞ্জের ঐতিহ্যবাহী ডিএমসি ক্লাবের সাথে কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২৭ আগস্ট) রাত সাড়ে ৮টায় ডিএমসি ক্লাব মিলনায়তনে ডিএমসি ক্লাবের সভাপতি ও কালিগঞ্জ ক্লাবের সহ-সভাপতি বাবলা আহমেদের সভাপতিত্বে ও ডিএমসি ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিনের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফিফা রেফারি ও কালিগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংবাদিক ইমন হোসেন, ডিএমসি ক্লাবের সহ-সভাপতি মোঃ রেজাউল হক, সহ-সভাপতি শেখ আব্দুল্লাহ আল ইমরান, সহ-সম্পাদক মোঃ মাসুম হাসান, কোষাধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মোঃ শোকর আলী, সহ-সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক হাবিব উল্ল্যাহ, ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুস সালাম, সহ-ক্রীড়া সম্পাদক শাহিন আলম, প্রচার সম্পাদক জাহিদ হাসান, সদস্য মীর সুলতান মাহমুদ, সদস্য প্রসেনজিৎ ঘোষ, সদস্য মোঃ আব্দুল আলিম, সদস্য মোঃ শহিদুল ইসলাম।