নিজস্ব প্রতিনিধি : ৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়ার্ড ২০২৩ উপলক্ষে শিক্ষার্থীদের রোবোটিক্স একটিভেশন কর্মশালা শুরু হয়েছে। দেশব্যাপী এ কর্মশালার অংশ হিসেবে রবিবার (২৮ আগস্ট) সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ও ভাষা ল্যাবে অনুষ্ঠিত হয় রোবোটিক্স একটিভেশন কর্মশালা। এতে অংশ নেয় স্কুলের ২৪জন শিক্ষার্থী।
কর্মশালায় শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ রোবট অলিম্পিয়ার্ডের সহকারী কো-অর্ডিনেটর এম তানজিম দিবস বলেন, গত পাঁচ বছর যাবত আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল ধারাবাহিকভাবে স্বর্ণপদক অর্জন করছে। ১৫-২০ জানুয়ারি, ২০২৪ এ গ্রীসের এশহওে ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। ২০২৩ সালে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিতনহবে সেপ্টেম্বর মাসে।
২০২৩ সালের রোবট অলিম্পিয়াডের জন্য নির্ধারিত মূলথিম: ঞযব ঙষুসঢ়রপ. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের যৌথ আয়োজক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ ওপেননসোর্স নেটওয়ার্ক।
তিনি বলেন, ৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৩ এর অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর যৌথ আয়োজনে “৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৩” আয়োজিত হতে যাচ্ছে। তিনি আরও বলেন, এবছর ২০০৫ বা তারপরে জন্মগ্রহণ করা বাংলাদেশে অধ্যয়নরত শিক্ষার্থীরা বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে।
ঞযব ঙষুসঢ়রপ মূলথিমের উপর নির্ভর করে এবছর শিক্ষার্থীদের রোবট তৈরি করতে হবে। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৩ এর রেজিস্ট্রেশন চলবে। তিনি আরও বলেন, এবছর সব ক্যাটাগরির অনলাইন বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ১৩-১৬ সেপ্টেম্বর এবং তারপর অনলাইন বাছাই পর্ব থেকে নিবাচিত শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী ২৯-৩০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে মোট ৫টি ক্যাটাগরিতে। সেগুলো হলো-ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট ইন মুভি, ফিজিক্যাল কম্পিউটিং, ড্রোন মেজ ও রোবটিকস কুইজ ক্যাটাগরিতে।
বাংলাদেশ রোবট অলিম্পিয়ার্ডের সহকারী কো-অর্ডিনেটর এম তানজিম দিবস বলেন, বিস্তারিত সময়সূচী, সব ক্যাটাগরির ও রেজিস্ট্রেশনের নিয়মকানুন ইত্যাদি বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ওয়েবসাইটে জানা যাবে। জাতীয় পর্বের বিজয়ীদের থেকে পারফরম্যান্সের ভিত্তিতে আবাসিক ক্যাম্পের মাধ্যমে বাংলাদেশ দল গঠন করা হবে, যারা ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ২০২৪ সালের জানুয়ারি মাসে অংশগ্রহণ করবে গ্রিসের এথেন্সে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, শিক্ষক প্রতিনিধি এসএম শহীদুল ইসলাম, মোঃ নজিবুল ইসলাম, শামীমা আক্তার, মোঃ হাফিজুল ইসলাম প্রমুখ।