ই এইচ সুজন, কুল্যা প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যায় ক্লাইমেএ স্মার্ট প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় অফসিজনে তরমুজ চাষ প্রদর্শন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে আশাশুনি উপজেলার কুল্যা আশ্রম মাঠে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার খামারবাড়ি কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি, ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজী প্রমুখ। অনুষ্ঠানে উপ সহকারী কৃষি কর্মকর্তা সুখদেব কুমার ঘোষ, রফিকুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাব সদস্য শেখ বাদশা প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ সকলকে কৃষিতে উদ্ভুত হতে আহবান জানান। অফসিজনে তরমুজ চাষ একটি লাভ জনক ব্যবসা বলে জানান অতিথিবৃন্দ।