আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলামের বিরুদ্ধে রাস্তা নির্মাণের অনিয়মের অভিযোগ উঠেছে। দুই গ্রামের সংযোগ রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করাই অল্প বৃষ্টিতে কাদা মাটিতে একাকার হয়ে এলাকাবাসী চরম ভোগান্তিতে রয়েছেন।
৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান জানান, প্রাকৃতিক দুর্যোগ আইলা আম্পানের ক্ষতিগ্রস্তর পর প্রতাপনগর ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল হতে প্রথমে ৫০ হাজার টাকা এবং পরে ৫০ হাজার টাকা দুইবারে এক লক্ষ টাকা নাকনা হতে সনাতনকাঠি অর্থাৎ মোহাম্মদ সরদারের বাড়ি হতে ফারুকের ঘের পর্যন্ত পুরাতন ইট দিয়ে ইটের সেলিং সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ইউপি সদস্য কামরুল ইসলাম প্রথম কিস্তির ৫০ হাজার টাকা দিয়ে কোন কাজ না করে দ্বিতীয় কিস্তির ৫০ হাজার টাকার সাইনবোর্ড লাগিয়ে নামমাত্র কিছু পথ সংস্কার করেন।
ফলে অল্প বৃষ্টিতেই দুই গ্রামের যাতায়াত সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এতে করে চরম ভোগান্তিতে সনাতনকাটি গ্রামের মানুষ। তিনি আরো অভিযোগ করে বলেন কপোতাক্ষ নদ সংলগ্ন বেড়িবাঁধ নির্মাণ দ্রæত সংস্কার করা না হলে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ সহ মানববন্ধন করা হবে বলে এলাকাবাসী জানান। এলাকাবাসীর অভিযোগ, ইউপি সদস্য কামরুল ইসলাম ইউপি সদস্য হওয়ার পর থেকে এলাকার উন্নয়ন না হলেও নিজের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন তিনি। ইতিমধ্যেই ঢালাই দিয়ে পাকা বাড়ি নির্মাণ করেছেন। ব্যাংকে রয়েছে লক্ষ লক্ষ টাকা।
এব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য কামরুল ইসলাম সাংবাদিকদের জানান ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিল হতে বরাদ্দকৃত এক লক্ষ টাকা দিয়ে ইটের সেলিং রাস্তা সংস্কারের কাজ চলমান রয়েছে। মিস্ত্রি অসুস্থ এবং তিনি নিজে অসুস্থ থাকায় কাজ বন্ধ রয়েছে। দুই একদিনের মধ্যে বাকি কাজ সম্পন্ন করা হবে। তবে প্রথম কিস্তির ৫০ হাজার টাকার কোন সাইনবোর্ড টানানো হয়নি কেন এমন প্রশ্নের জবাবে কোন উত্তর দেননি তিনি।