ল স্টুডেন্টস ফোরামের প্রধান উপদেষ্টা ও সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ এড. এস এম হায়দার এর সাথে নির্বাচন কমিশনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার চেম্বারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ল কলেজের অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন ল ষ্টুডেন্টস ফোরামের নির্বাচন নিয়ে সার্বিক বিষয় তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার কাজী সাহাব উদ্দীন।
এ সময় প্রধান উপদেষ্টা এড. এস এম হায়দার বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হবে। সকলকে ঐক্যবন্ধ হয়ে কলেজের উন্নয়নে কাজ করতে হবে। প্রধান উপদেষ্টা তিনি বিগত কমিটির সিনিয়র সহ সভাপতি ও যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিককে নির্বাচনে পর্যবেক্ষক করার প্রস্তাব অনুমোদন করেন। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ও প্রাক্তন সভাপতি নাজমুল হক, এস এম বিপ্লব হোসেন, সালাউদ্দীন রানা, প্রাক্তন সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম প্রমুখ। নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি