এস এম মহিদার রহমান : সাতক্ষীরা শহরে প্রকাশ্য দিবালোকে অভিনব পন্থায় ছিনতাইয়ের শিকার হয়েছেন জান্নাতুল ফেরদৌস নামে এক নারী। সাতক্ষীরা শহরের মধুমল্লার ডাঙ্গীর সরদার পাড়া মোড় নামক স্থানে আনুমানিক বেলা সাড়ে ১০ টার সময় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ভুৃক্তভোগী নারী একই এলাকার মৃত শেখ সৈয়েদার রহমানের স্ত্রী।
জানা যায়, ভুক্তভোগী নারী স্থানীয় সরদার পাড়া মোড় সংলগ্ন আমিনুলের দোকানে আটা তুলে বাড়ি ফেরার পথে সাতক্ষীরা ট্রমা সেন্টারের সামনে বৈদ্যুতিক খুটির পাশে পৌছালে দুইজন অপরিচিত ব্যক্তি ঐ নারীর নিকট এসে কথা বলতে বলতে চেতনানাশক স্প্রে করে তার কাছ থেকে ১টি স্বর্ণের চেইন, হাতের ১ জোড়া স্বর্ণের চুড়ি, ১ টি মোবাইল এবং নগদ ২ হাজার ৫ শত টাকা নিয়ে তারা চলে যায়।
কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পেয়ে বাড়ি ফিরে ঘটনার বিষয় পরিবারের লোকজনদের জানান। পরিবারের লোকজন পুলিশের জরুরী সেবা ৯৯৯ এ কল করলে ঘটনাস্থলে পুলিশের এসআই ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এ ব্যাপারে থানায় জিডি করার পরামর্শ প্রদান করেন। পাশাপাশি ছিনতাইয়ের শিকার নারীকে দ্রæত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা গ্রহনের জন্য পরামর্শ প্রদান করেন। ঘটনাস্থলের আশপাশের প্রতিষ্ঠানের সিসি ক্যামেরায় ঘটনার ফুটেজ আছে।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। ঘটনার আকস্মিকতায় এলাকাবাসী হতভম্ব। এমন অনাকাঙ্খিত ঘটনা সাতক্ষীরাতে যাতে আর না ঘটে সে জন্য সচেতনতা বাড়ানোর দাবী জানান স্থানীয়রা। পাশাপাশি সিসি ক্যামেরা ফুটেজ দেখে অতি দ্রæত এ ঘটনায় জড়িত অভিযুক্তদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান তারা। প্রসঙ্গত, ভুক্তভোগী ঐ নারী সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মহিদার রহমানের সেজ ভাইয়ের স্ত্রী।