শেখ মোসলেম আহম্মেদ, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় উগ্রপন্থা প্রতিরোধে সক্রিয় জন সম্পৃক্তকরণ প্রকল্পের আওতায় জাতীয় যুবনীতি ২০১৭ কার্যকর বাস্তবায়নে উপজেলা পর্যায়ে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা বেসরকারী সংস্থা রুপান্তর পিস ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ^াসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়াম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথি হিসেবেউপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল কান্তি মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা ইসলাফুল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শেখ মোসলেম আহম্মেদ, সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম আনিছুর রহমান, সাংবাদিক সরদার ইমরান, কাথলিক চার্চ পুরোহিত ফাদার নরেন বৈদ্য, পিচএর প্রজেক্ট ম্যানেজার মাসুদ শাহারিয়ার আবির প্রমুখ।