সেলিম হায়দার : সাতক্ষীরার তালার পাটকেলঘাটার ওয়েল্ডিং মিস্ত্রি শাহাপুর নামক স্থানে ট্রাক চাপায় নিহত হয়েছে। বুধবার বেলা ১১ টার সময় খুলনার ডুমুরিয়া উপজেলা শাহপুর নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত ওয়েল্ডিং মিস্ত্রি পাটকেলঘাটা থানার তৈলকুপি গ্রামে কালিপদ দাসের পুত্র স্বপন কুমার দাস (৪০)। স্বপন দাসের পুত্র সাগর জানায় তার বাবা পেশায় একজন লেবার, মাঝে মধ্যে ওয়েলডিং এর কাজও করে। বুধবার সকালে বাড়ি থেকে কাজ করার উদ্দেশে বের হয়। এরপর ডুমুরিয়া শাহাপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা দুজন আরোহী মারাত্মক আতে হয়। তাদেরকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ গনি মিয়া মৃত্যুর বিষযটি নিশ্চিত করেছেন।