বৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

শোক দিবসের আলোচনা ও সামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা

প্রতিবেদক
satkhirar sakal
আগস্ট ৩১, ২০২৩ ১২:২১ পূর্বাহ্ণ

মাহফিজুল ইসলাম আককাজ : জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় মেডিকেল কলেজ হাসপাতাল’র সম্মেলন কক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল’র আয়োজনে মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরী, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু সুফিয়ান রুস্তম, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক অজয় কুমার সাহা, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগীয় প্রধান ও সহযোগি অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ, সহকারি অধ্যাপক (সার্জারী) ডা. মো. শরিফুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মো. হাফিজুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. সুমন কুমার দাশ, মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা.সালমান হোসেন, আর এস (সার্জারী) ডা.মো. রাশিদুজ্জামান, স্বাচিপ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা. এস.এম মোখলেছুর রহমান, স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সদস্য ডা. প্রশান্ত কুমার কুন্ডু, সাতক্ষীরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুর রহমান, অধ্যাপক সালেহা আক্তার, নার্সিং সুপাভাইজার আঞ্জুমান আরা বেগম, নার্সিং সুপারভাইজার তৌহিদা পারভীন, সিনিয়র স্টাফ নার্স নমিতা সরকার, মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার মো. ফারুক হাসান ও আফছার উদ্দিন প্রমুখ।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচ্য সূচির মধ্যে ছিল গত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন, হাসপাতালের বজ্য ব্যবস্থাপনা, এইচইডি এর কার্যক্রম গতিশীল করা, লিফট এর রক্ষাণাবেক্ষন, জনবান্ধব হাসপাতাল গড়ার লক্ষ্যে প্রয়োজনীয় ঔষধের সরবরাহ বছর ব্যাপী করার লক্ষ্যে সঠিকভাবে ঔষধের চাহিদা পত্র তৈরি করা, কেবিন এর মান-উন্নয়ন প্রসঙ্গসহ বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জাতীয় শোক দিবসের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, আগরদঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, জেলা মহিলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. সুমন কুমার দাশ। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

জেলা পরিষদের অর্থায়নে ডিবি গার্লস হাস্কুলের সংস্কার কাজ উদ্বোধন

স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

কালিগঞ্জে অজ্ঞান পার্টির কবলে একই পরিবারের ৪ জন হাসপাতালে

কলারোয়া জয়নগরে জনসেবায় তথ্য বুথ ক্যাম্প

মেডিকেল ভর্তিযুদ্ধে জয়ী অপু দাস ডাক্তারি পড়ার খরচ নিয়ে চিন্তিত!

বুধহাটায় শ্রমিকদলের পরিচিতি ও আলোচনা সভা

আশাশুনিতে আ’লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের মিছিল ও প্রতিবাদ সভা

ডিবি গার্লস হাইস্কুলে শ্রদ্ধা ও ভালোবাসায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণ

আসাদুজ্জামান বাবুকে মনোনয়ন দেওয়ায় তালতলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

কালিগঞ্জের উকশায় জাঁকজমকপূর্ণ পরিবেশে ঘোরদৌড় প্রতিযোগিতা