তাপস সরকার : তালায় সে¦চ্ছাসেবী সংগঠন ‘আমরা বন্ধু’ এর ৮ম বর্ষপূর্তি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কেটকাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য শামছুন্নাহার, এহসানুল হক যুবায়ের, তালা উপজেলা সমন্বয়কারী তাপস সরকার, আব্দুল্লাহ আল যোবায়ের প্রান্ত, অর্ঘ্য ঘোষ, সুমন ইসলাম, সুরভী সাদিয়া লিমা, অহনা ইসলাম, জাফিরুল ইসলাম তুষার, শম্পা বিশ্বাস, আয়েশা আক্তার রলি, জাহিরুল ইসলাম, অর্ক মজুমদার, পরাগ, সাইফুল ইসলাম, নুসাইবা তাহসীন মুন প্রমুখ।
উল্লেখ্য, আমরা বন্ধু স্বেচ্ছাসেবী সংগঠনটি ২০১৫ সাল থেকে সাতক্ষীরার জেলার ৬টি উপজেলায় প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়া রোধে ও তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে।