বৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩ | ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

শিক্ষকতা জীবনের পরিসমাপ্তিতে মাও. মোহাম্মদ আলীকে বিদায় সংবর্ধনা

প্রতিবেদক
satkhirar sakal
আগস্ট ৩১, ২০২৩ ১১:৩০ অপরাহ্ণ

এ. মাজেদ : সাতক্ষীরা সদর উপজেলায় ভালুকা চাঁদপুর দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ আলীর ৩১আগস্ট বৃহস্পতিবার ছিল শেষ কর্ম দিবস। প্রতিষ্ঠাতা সভাপতি দানবীর আলহাজ্ব ক্যাপ্টেন রবিউল ইসলামের স্নেহভাজন হয়ে ১০ অক্টোবর ১৯৯২ খ্রি. শিক্ষকতা পেশায় যোগদান করেন মাওলানা মোহাম্মদ আলী। সুদীর্ঘ ৩১ বছর কর্মজীবনের সমাপ্তি টেনে অবশেষে উপস্থিত বিদায়ক্ষণ।

সততা আর নিষ্ঠার সাথে শিক্ষকতা জীবনে দায়িত্ব পালনকালে অসংখ্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রিয়ভাজন ছিলেন তিনি। সহকর্মীদের ভালোবাসায় সিক্ত গুনাগ্রহী এই শিক্ষকের শেষ কর্মদিবসে তাই প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলার মধ্য দিয়ে অশ্রুভেজা নয়নে বিদায় জানান তাদের প্রিয় শিক্ষককে। উপস্থিত সকলেই অবসর কালীন সময়ে এই মহান শিক্ষকের সুস্থতা কামনা করেন।

মায়ার বাঁধন ছেড়ে যাওয়া এই শিক্ষককে সময় পেলে শিকড়ের টানে ফিরে আসার আহŸান জানান প্রতিষ্ঠান সুপার মাওলানা মোহা. মহসিনুল ইসলাম। তার বিদায়ক্ষণে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব মো. খলিলুর রহমান চৌধুরী, মাদ্রাসা সুপার মাওলানা মোহা. মহসিনুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, মোঃ. আমীর হুসাইন, মো. আব্দুল গফ্ফার, মো. মিজানুর রহমান, মো. মহিউল ইসলাম, মো. আব্দুল মাজেদ, মো. লুৎফর রহমান, মো. মাউদুজ্জামান, মাজহারুল ইসলাম, মাশহুরুল হক সাজু, আজমল হোসেন, অবসর শিক্ষক মো. মোস্তাজুল ইসলাম এবং জিএম হাবিবুল্লাহ, অভিভাবক সদস্য শামীম রেজা চৌধুরী, শাহাদাত হোসেন, এম মোকলেছুল হক, মো. ইমদাদুল হক প্রমুখ। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়াশিক্ষক মো. রোকনুজ্জামান লাভলু।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত