কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আশকুরানী লিজা (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সে উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। বৃহস্পতিবার ৩১ আগস্ট দিবাগত রাত ৩ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক মিলন কুমার বিশ্বাস ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয় সূত্র জানাগছে, দীর্ঘদিন যাবত স্বামী-স্ত্রীর ভিতরে নানান অশান্তি এবং বনিবনা না হওয়ায় সকলের অগোচরে নিজ ঘরে আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
এ বিষয়ে উপ পরিদর্শক উপ-পরিদর্শক মিলন কুমার বিশ্বাস জানান, উক্ত বিষয়টি নিয়ে তার স্বামীকে থানায় নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।