দেবহাটা ব্যুরো : দেবহাটা থানা পুলিশের অভিযানে একাধিক জিআর ওয়ারেন্টভ‚ক্ত ১ আসামী গ্রেফতার হয়েছে। আটককৃতকে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ জানায়, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত¡াবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে এএসআই (নিঃ) জাহিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দেবহটা থানার ০২ নং পারুলিয়া ইউনিয়নের সেকেন্দ্রা গ্রাম থেকে জিআর ৩৬৮/১৩ খুলনা থানার মামলা নং-০৪, তাং-১১/১২/২০১৩ ইং, ধারা-১৪৩/১৪৭/ ১৪৮ /১৪৯/১৫২/১৫৩/ ১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/৪২৭/৪৩৬/১০৯ পিসি এবং জিআর-৩৬৯/১৩ খুলনা থানার মামলা নং-০৫, তাং-১৪/১২/২০১৩ইং, ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/১৫২/১৫৩/ ১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/৪২৭/১০৯/৩০২ পিসি আসামী দেবহাটা উপজেলার সেকেন্দারা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মনজুরুল আলম (২৩)কে গ্রেফতার করেন। আসামীকে ইং-০১/০৯/২৩ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।