বিলাল হোসেন, শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগরে কালিন্দী নদীতে মাছ ধরতে যেয়ে নৌকা ডুবে ১ জেলের মৃত্যু হয়েছে। নিহত জেলে কৈখালি ইউনিয়নের পরানপুর গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে আলী হোসেন (২১)। শুক্রবার সকালে পরানপুর বিজিবি ক্যাম্পের সামনে কালিন্দী নদীতে নৌকা নিয়ে মাছ ধরার সময় নৌকা উল্টে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, ২জন এক নৌকায় মাছ ধরছিল হঠাৎ নৌকা উল্টে গেলে জালের সাথে থাকা কাছি (দড়ি) আলী হোসেনর পায়ে জড়িয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। অপার জন সাতার দিয়ে ডেঙায় চলে আসে। স্থানীয়রা মৃত্যু আলী হোসেনকে নদী থেকে উদ্ধার করে ডাঙায় নিয়ে আসে। কৈখালি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, পরানপুরে বিজিবি ক্যাম্পের সামনে কালিন্দী নদীতে নৌকা উল্টে যেয়ে একজনের মৃত্যু হয়েছে শুনলাম।