সুব্রত কুমার গোলদার, (খাজরা) আশাশুনি প্রতিনিধি : আশাশুনির খাজরার পল্লীতে এক মুদির দোকানের টিনের চাল কেটে দুর্র্ধষ চুরি সংঘঠিত হওয়ার খবর পাওয়া গেছে। চোরেরা নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকাসহ দোকানের মালামাল নিয়ে পালিয়ে গেছে বলে ভুক্তভোগী দোকানী জানিয়েছেন।
শনিবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার খাজরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাপসন্ডা বাজারে এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া মুদি দোকানের নাম আক্তারুল ইসলাম। সে কাপসন্ডা গ্রামের মুসলিম সানার ছেলে।
দোকানদার আক্তারুল ইসলাম জানান, শনিবার দিনভর দোকানের কেনাবেচার শেষে ক্যাশ বাক্সে নগদ ৩০ হাজার টাকা, এ ছাড়া পারিশামারী গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর কোষাধ্যক্ষ হওয়ায় সারাদিনের সমিতির কালেকশন ১ লক্ষ ৪০ হাজার টাকা দোকানে রেখে প্রতিদিনের ন্যায় রাতে কাকবাসিয়া মৎস্য ঘেরে চলে যাই। রাতে কোন এক সময় দোকানের ছাউনি টিন ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা এক লক্ষ ৭০ হাজার টাকা এবং মুদির জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় চোরেরা। এ ঘটনায় ভুক্তভোগী আক্তারুল ইসলাম আশাশুনি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয়রা জানান, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির সাথে সাথে এলাকায় কয়েক দিন পর পর ব্যাপক চোর আতঙ্ক বিরাজ করছে। ফলে বিভিন্ন এলাকায় প্রতিরাতে কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে। এলাকাবাসী দ্রæত চোরদের গ্রেফতারের দাবী জানান। এ বিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।