যশোর প্রতিনিধি : রোববার সকালে যশোরের বেনাপোল এলাকা থেকে বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে বেনাপোল পুলিশ। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভ‚ঁইয়া জানান, ভারত থেকে বন্ধনএক্সপ্রেস ট্রেনে বিপুল পরিমান নিষিদ্ধ প্রসাধনী ও জরদা বাংলাদেশে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বন্দর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকার বিভিন্ন প্রসাধনী উদ্ধার করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। তবে পলাতক আসামীদের আটকের চেষ্টা চালানো হচ্ছে। দীর্ঘদিন ধরে বেনাপোলের সীমান্ত পথ দিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য আসছে এমন অভিযোগ রয়েছে। কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোন রকম ভ্রæক্ষেপ করেন না অবৈধ পণ্য আটকের ক্ষেত্রে। নামমাত্র মাসের শেষে ২/১ বার কিছু পণ্য আটক করে চোরাচালান প্রতিরোধ করেছে এমন তথ্য জানানো হয়।