যশোর অফিস : যশোর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে যশোর শহরের বড় বাজার চুড়িপট্টি থেকে বিদ্যুৎ মজুমদার নামে একজনকে বিদেশি তিন বোতল মদ সহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তার বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মদ গুলো উদ্ধার করা হয়।
অবৈধ ভাবে বিক্রির উদ্দেশ্যে তিনি সেগুলো মজুদ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। শনিবার রাতে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় মামলা দিয়ে হস্তান্তর করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।