যশোর প্রতিনিধি : যশোরের বেনাপোল স্থলবন্দরের একটি মাদ্রাসার পিছনের বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৩টি ককটেল উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনার সাথে যুক্ত কাউকে আটক করা যায়নি বলে পুলিশ জানান। এনিয়ে দু’দিনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ৪১টি ককটেল উদ্ধার হল।
রোববার রাত সাড়ে ৮টার দিকে বন্দর সংলগ্ন বাগে জান্নাত কাওমী মাদ্রাসার পিছনে একটি বাগানে চারটি ব্যাগে ককটেলগুলো পাওয়া যায় বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভ‚ইয়া। ওসি কামাল হোসেন ভ‚ইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বন্দর এলাকায় বাগে জান্নাত কাওমী মাদ্রাসা পিছনে একটি আম বাগানের ভিতরে বিপুল পরিমান ককটেল মজুত রাখা রয়েছে।
সেখানে অভিযান চালিয়ে চারটি বাজার করা ব্যাগের ভিতরে ২৩টি ককটেল পাওয়া যায়। অপরদিকে শনিবার বিকেলে বন্দর সংলগ্ন বাদল সরদারের পরিত্যক্ত ঘরের ভেতর দু’টি বালতির মধ্যে ১৮টি ককটেল গুলো পাওয়া যায় বলে জানান র্যাব যশোর-৬ কোম্পানির অধিনায়ক মেজর সাকিব হোসেন। বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভ‚ইয়া বলেন, উদ্ধারকৃত ককটেল থানায় জমা রয়েছে সেগুলো নিষক্রিয় করা হবে এবং কে বা কারা এ ককটেল রেখেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।