শেখ বাদশা, আশাশুনি প্রতিনিধি : আশাশুনি থানা পুলিশ আভিযান চালিয়ে ২ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরন করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমারের নেতৃত্বে এসআই জাহাঙ্গীর হোসেন খান অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা আইতলা গ্রামের রেজাউল মোল্যার ছেলে মিঠুন মোল্যাকে মহাজনপুর এলাকা হতে হাতেনাতে গ্রেফতার করেন।
এব্যাপারে থানায় নিয়মিত মামলা ৫(৯)২৩ রুজু করা হয়েছে। এএসআই মোজাফফর হোসেন অভিযান চালিয়ে সিআর পরোয়ানা-২২৮/২২ এর আসামী কৈখালী গ্রামের মৃত শরৎ চন্দ্র মিস্ত্রীর ছেলে ক্ষিতীশ চন্দ্র মিস্ত্রীকে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করেন।