ডেস্ক রিপোর্ট : নবজীবন ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের মাঝে দুই দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে এ সনদ বিতরণ করেন আয়োজক কমিটি রেড ক্রস ও রেড ক্রিসেন্ট। নবজীবন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, রেড ক্রস ও রেড ক্রিসেন্ট এর প্রশিক্ষকবৃন্দ, নবজীবন ইনস্টিটিউটের শরীরচর্চা প্রশিক্ষক পলাশ কুমার রায় সহ অন্যান্য শিক্ষক শিক্ষার্থীরা।
এসময় প্রশিক্ষকবৃন্দ জানান, প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ৫৩ সদস্য বিশিষ্ট স্কুল ভলেন্টিয়াস টিম তৈরি করা হয়েছে। তারা স্কুলের বাচ্চাদের প্রাথমিক চিকিৎসা দিতে পারবে। এছাড়াও তাদের বাড়ির আসেপাশের হঠাৎ কোনো দুর্ঘটনায় পতিত হলে এরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিতে পারবে। এছাড়া পরবর্তীতে এরা রেড ক্রিসেন্ট এর জেলা টিমের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারবে।