নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের সুলতানপুর ঝিলপাড়া নিবাসী অবসরপ্রাপ্ত অগ্রণী ব্যাংক কর্মকর্তা শেখ ফারুক হোসেন আর নেই। সোমবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি ৪ ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বাদ জোহর সাতক্ষীরা সুলতানপুর ক্লাব মাঠে মরহুমের জানাজা শেষে ঝিলপাড়াস্থ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সমন্বয়ক শেখ আহসানুর রহমান রাজীব প্রমুখ।