আলী নেওয়াজ, আশাশুনি ব্যুরো : আশাশুনির ফকরাবাদে ২য় বার চুরি হয়েছে মিত্র তেঁতুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছাদেক এর বাড়িতে। গতবার সন্ধ্যায় হলেও এবার প্রকাশ্য দিবালোকে বাড়ির গ্রীল ও দরজার তালা ভেঙে ৩ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
প্রধান শিক্ষক জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে আমি ও আমার স্ত্রী শিক্ষক সেলিনা পারভীন (ফকরাবাদ আদর্শ গ্রাম প্রাথমিক বিদ্যালয়) ও ছেলে-মেয়ে ঘরের দরজা, গ্রীল ও প্রাচীরের দরজায় তালা ঝুলিয়ে স্কুলে চলে যায়। টিফিন আওয়ারে আমার স্ত্রী বাড়ীতে ফিরে দেখেন প্রাচীরের গেইটে তালা ঝুলানো থাকলেও গ্রীল ও দরজার তালা খোলা। ঘরের ভেতর একটি ওয়ার ড্রয়ার, দুটি শোকেস ও দুটো বাক্সের তালা ভেঙে সব জিনিসপত্র ছড়িয়ে পড়ে আছে। খোঁজ নিয়ে দেখা গেছে আমার স্ত্রীর এক জোড়া স্বর্ণের কানের দুল, চেইন, রুলি, মেয়ের রুপার চেইন ও পায়ের নূপুর সহ নগদ প্রায় ২০ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আমরা কেউ বাড়িতে না থাকার সুযোগে বেলা আনুমানিক ১১ থেকে সাড়ে ১২ টার ভেতরে কোনো এক সময়ে এ কাজ সংঘটিত হতে পারে। বিষয়টি প্রথমে স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন আঙ্গুর কে জানানো হলে তিনি থানা পুলিশে খবর দিয়েছেন। ওই শিক্ষক আরও জানান, একই ভাবে গত ৭ মাস আগে সন্ধ্যায় আমরা বাড়িতে না থাকায় গ্রীলের তালা ভেঙে স্বর্ণালংঙ্কার ও নগদ টাকা সহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরের দল। এ নিয়ে ২য় বার আমার বাড়িতে চুরি হয়েছে।
স্থানীয় আজিজুল ইসলাম ও মেহেদী হাসান বলেন, গত এক বছরে ফকরাবাদ গ্রামের বিভিন্ন বাড়িতে গরু, স্বর্ণালংঙ্কার, নগদ টাকা ও প্রয়োজনীয় মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ চোরের দল। এ চক্রটি ধরতে স্থানীয়রা থানাপুলিশ এর আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।