শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে সাতক্ষীরার স্বনামধন্য দৈনিক সাতক্ষীরার সকালের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২য় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় শ্যামনগর প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি ও সাতক্ষীরার সকালের শ্যামনগর ব্যুরো মো: বিলাল হোসেনের সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন শ্যামনগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আনিসুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক এম কামরুজ্জামান, কার্যনির্বাহী সদস্য আলমগীর সিদ্দিকী, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন (মিঠু) আবু সাঈদ, সদস্য সামিউল ইসলাম মন্টী, এস এম মিজানুর রহমান, সাতক্ষীরার সকালের শ্যামনগর প্রতিনিধি মাসুদ হাসা, সুন্দরবন অঞ্চল প্রতিনিধি আমিনুর রহমান, রমজাননগর প্রতিনিধি সাইফুল ইসলাম, ভুরুলিয়া প্রতিনিধি ফিরোজ হোসেন প্রমুখ। আলোচনা সভায় সকল বক্তারা দৈনিক সাতক্ষীরা সকালে এর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।