নিজস্ব প্রতিনিধি : পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সাতক্ষীরা সদরের মাগুরায় সংকীর্ত্তন সহ বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জম্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে ও দীবস রায়ের সার্বিক পরিচালনায় উৎসব অঙ্গন মাগুরা (দাশপাড়া) সার্বজনীন পূজা মন্দির থেকে সংকীর্ত্তন সহ বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে মাগুরা বৌ-বাজার, পালপাড়া, কর্মকরপাড়া, মিলবাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাগুরা দাশপাড়া সার্বজনীন পূজা মন্দিরে ফিরে এসে শোভাযাত্রা শেষ হয়।
শ্রীকৃষ্ণের জম্মাষ্টমী উৎসবে উপস্থিত ছিলেন জম্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক অসীম কর্মকর, সদস্য সচিব সুশংঙ্কর দাশ, কল্যাণ মৈত্র, মনি সংকর, অনুপম সুনীল রায়, পবিত্র ব্যানার্জী, সন্নাসী কর্মকর, শুকুমার দাশ, উত্তম কুমার সাধু, রণজিৎ পাল, রাজ কুমার বিশ্বাস, গোপাল বিশ্বাস, মনা প্রমুখ।