তাপস সরকার, তালা : আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে তালায় দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। তালা প্রতিনিধি তাপস সরকারের আয়োজনে সোমবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার বিশেষ প্রতিনিধি সেলিম হায়দার।
অনুষ্ঠানে অন্যান্নদের মধ্যে তালা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, জেএসডি’র সাতক্ষীরা জেলা কমিটির সাধারন সম্পাদক মীর জিল্লুর রহমান, জাসদ নেতা দেবাশীষ দাস, তালা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ সভাপতি এম এ ফয়সাল, যুগ্ম সাধারন সম্পাদক তপন চক্রবর্তী, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, সদস্য আজমল হোসেন জুয়েল, আতাউর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।