নিজস্ব প্রতিনিধি : কামালনগর উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গাছের চারা বিতরণ করেছেন হাসিমুখ সেঞ্চুরী সাতক্ষীরার পরিচালক ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন। ৬ই সেপ্টম্বর বুধবার বিকাল ৫ টায় কামালনগর উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এলাকা বাসির মধ্যে গাছের চারা বিতারণ করা হয়।
শেখ এজাজ আহমেদ স্বপন এর বাড়ি বাড়ি গাছের চারা রোপন কর্মসূচির অংশ হিসাবে কামালনগর উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কামাননগর এলাকা বাসির মধ্যে গাছের চারা বিতারণ করা হয়। গাছের চারা বিতরণের সময় শেখ এজাজ আহমেদ স্বপন বলেন, ’’গাছ লাগান ও গাছের পরিচর্যা করুন, এমন ভাবে গাছ লাগান যাতে কোনো জায়গা খালি না থাকে”। এসময় উপস্থিত ছিলেন মো: কামরুজজামান, মো: মাজেদ, মো: সবুর, জেলা যুব মহিলা লীগের মোছা: দোলন ।