কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক সাতক্ষীরা-৪ আসনের জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক সাংসদ ও দলীয় হুইপ এইচএম গোলাম রেজার বড় চাচী , দৈনিক সাতক্ষীরার সকালের সাংবাদিক ফজলুল হকের নানী সবাইকে কাঁদিয়ে মহান আল্লাহ তায়ালার ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেলেন গত বুধবার ৬ সেপ্টেম্বর দিবাগত ভোর আনুমানিক সাড়ে ০৫টার সময় গ্রামের বাড়ি শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডিপুর গ্রামের প্রয়াত আলহাজ্ব মোঃ ইয়াকুব্বর গাজীর সহধর্মিণী নূরনেছা বেগম ১০২ বছর বয়সী মরহুমা দীর্ঘদিন বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি মৃত্যুকালে ৩ ছেলে ও ১ মেয়ে স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। গত বুধবার বিকালে আসরের নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এ সময় সাবেক সাংসদ সদস্য ও হুইপ এইচএম গোলাম রেজা উপস্থিত থেকে তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব হাফেজ আব্দুর রশিদ, জাতীয় পার্টির নেতা ও অ্যাডভোকেট মনসুর রহমান, কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের নেতা নুর ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী এস ডি লুকমান রনি, কালিগঞ্জ বিষ্ণুপুর ইউপি সদস্য ও উপজেলা বিকল্পধারার সাধারণ সম্পাদক আব্দুল কাদের, কালিগঞ্জ উপজেলা নাজিমগঞ্জ বাজারের সাইদুল বস্ত্রালয় এর মালিক বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম মনির, মেম্বার আব্দুল গফফার, মাওলানা শ্যামনগর উপজেলার জাতীয় যুব সংহতির সভাপতি সম আবু ইছা, আলহাজ্ব মাওলানা আব্দুল মজিদ, ইউপি সদস্য আব্দুল মজিদ, কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মোহাম্মদ রেজাউল ইসলাম, ইউপি সদস্য খাইরুল আলম, ইউপি সদস্য রুহুল আমিন গাজী, শহিদুল ইসলাম শহিদ, কামাল হোসেন, জাকারিয়া সবুজ খাঁন, সমাজসেবক আবু বক্কর, মোঃ শহিদ গাজী প্রমুখ সহ অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। দাফন শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।