কালিগঞ্জ ব্যুরো : সাতক্ষীরা কালিগঞ্জের ঐতিহ্যবাহী ডি.এম.সি ক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত ৮.৩০ টায় বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম এর নিজস্ব বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সাথে মতবিনিময় করেন।
ডি.এম.সি ক্লাবের সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বাবলা আহমেদের নেতৃত্বে মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন ডি.এম.সি ক্লাবের সহ-সভাপতি মোঃ রেজাউল হক, সহ-সভাপতি শেখ আব্দুল্লাহ আল ইমরান, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন গাজী, সহ-সম্পাদক মোঃ মাসুম হাসান, কোষাধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম, সহ-সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক হাবিব উল্ল্যাহ, ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুস সালাম, সদস্য মীর সুলতান মাহমুদ, সদস্য মোঃ আব্দুল আলিম প্রমুখ।
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম বলেন কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী ডিএমসি ক্লাবের নবনির্বাচিত কমিটিকে জেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা রইল। ডিএমসি ক্লাবের সকল কার্যক্রমে জেলা পরিষদ ডিএমসি ক্লাবের পাশে থাকবে।