আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৭সেপ্টেম্বর) বেলা ১:৩০ টার দিকে আশাশুনি কোলা-ঘোলা সড়কের কোডন্ডা কেরানি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আশাশুনি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাস ও চালকে আটক করে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, আশাশুনি উপজেলার বোলাবাড়িয়া গ্রামের তারক সরকারের পুত্র সুব্রত সরকার বাপ্পি (৩০), তার শিশু পুত্র পবিত্র সরকার তূর্য (৪) ও স্ত্রী শ্যামলী সরকার কে নিয়ে মোটরসাইকেল যোগে আশাশুনি থেকে বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে কোডন্ডা কেরানী মোড় এলাকায় পৌঁছালে ঘোলা থেকে আশাশুনিগামী ঢাকা মেট্রো জ ১১-১২৩৮ বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সুব্রত সরকার বাপ্পি ও পুত্র পবিত্র সরকার তূর্য (৪) মারা গেলেও অল্পের জন্যে প্রাণে রক্ষা পেয়ে গুরুতর আহত হয় স্ত্রী শ্যামলী সরকার। খবর পেয়ে আশাশুনি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং স্ত্রী শ্যামলী সরকারকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে পিতা এবং পুত্র নিহত হয়েছে এবং স্ত্রী গুরুতর আহত হয়েছে। আহত ব্যক্তিকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ বাস ও বাসের চালক সাতক্ষীরা সদর উপজেলার মাফু মন্ডলের ছেলে নিজাম উদ্দিনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।