কালিগঞ্জ প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় আগামী ১৪ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আগমন উপলক্ষ্যে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ০৮ টায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এমপির নিজস্ব বাসভবনের হলরুমে অনুষ্ঠিত এ আলোচনা সভায় কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আ ফ ম রুহুল হক (এমপি)।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হোসেন (ছোট) সার্বিক সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক দ্য ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ রোম ইটালি। বাংলাদেশের সাতক্ষীরা-০৪ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তরুণ জননেতা রনি আহমেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য শেখ ফাহিম আহমেদ, শেখ মিরাজ হোসেন, মাহিম বোরহান আল ফেরদৌস সুমন, নুরুল হক।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা নয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আলীসহ কালিগঞ্জ, দেবহাটা, আশাশুনি উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড আওয়ামী লীগের শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।